উত্তরকন্যায় বিশেষ বৈঠকে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু

উত্তর-দক্ষিণ বলে কিছু নেই।সব জায়গার জন্য সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।মূলত অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।সেই লক্ষ্যে উত্তরে আরও নতুন একাধিক দমকল কেন্দ্র গড়ে তোলার ভাবনা রয়েছে।বেশ কিছু প্রস্তাবও রয়েছে। পাহাড়ের পাশাপাশি সমতলের একাধিক জায়গায় নতুন করে দমকল কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব এসেছে।সেগুলি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।সেই সঙ্গে নতুন করে ৭৫টি ইঞ্জিন পথে নামানো হবে৷আগামী প্রায় এক মাসের মধ্যেই সেসব রাজ্যের বিভিন্ন প্রান্তের দমকল কেন্দ্রে পাঠানো হবে। সোমবার শিলিগুড়ি শহর লাগোয়া শাখা সচিবালয় উত্তরকন্যায় বিশেষ বৈঠক সারেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।ম্যারাথন বৈঠক শেষে বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান,যে কেউ অনলাইনে আবেদন জানাতে পারবেন ফায়ার লাইসেন্সের জন্য।জমির পরিমাপ ৫ হাজার স্কয়ার ফুটের মধ্যে হলে ব্যবসায়ী সেল্ফ ডিক্লেয়ারেশন দিতে পারবেন৷এক্ষেত্রে কোনও পর্যবেক্ষণ প্রক্রিয়া থাকবে না।তবে কেউ যদি তথ্য ভুল দিয়ে থাকেন,পরবর্তীতে তা যদি প্রকাশ্যে আসে তবে যথাপোযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।