শীত পড়ছে। উত্তরবঙ্গের শহরগুলোতে পর্যটকদের ভিড়ও ধীরে ধীরে বাড়া শুরু হবে। কিন্তু এরই মধ্যে ভারত-ভুটান সীমান্তের বানিজ্যিক শহর জয়গাঁওতে বৃহস্পতিবার থেকে শুরু হল অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বনধ। জয়গাঁও এলাকার বেহাল সড়ক, যানজট সমস্যা ও যত্রতত্র নোংরা আবর্জনা এই তিনটা সমস্যা সমাধানের দাবিতে জয়েন্ট ফোরাম অব বিজনেসম্য়ান অর্গানাইজেশনের ডাকে চলছে ব্যবসা বনধ।
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের অন্তর্গত ভারত-ভূটান সীমান্তের জয়গাঁও শহর। সেখান থেকে মঙ্গলাবাড়ি এলাকায় সব দোকানপাট ছিল বন্ধ। এই জয়েন্ট ফোরামের ব্যবসায়ীরা গত তিন মাস ধরে জেডিএ থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে লিখিত আকারে রাস্তার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিটি দফতর থেকেই শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
এই ব্যাপারে জয়গাঁও ডেলভমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,”উপ নির্বাচনের কারণে রাস্তা মেরামতের প্রক্রিয়া আটকে রয়েছে। অবশ্যই কাজ হবে ।পাশাপাশি, আবর্জনা সংষ্কার নিয়েও সমাধানের ব্যবস্থা করা হচ্ছে এবং সেখানেই যানজটের সমস্যার সমাধান বের করা হবে।” তবে ব্য়বসায়ীদের বনধ তুলে নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি। চা বাগানের শ্রমিকরা ক্ষেপে আছে গোটা বিষয়টি নিয়ে।