সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম তরুণের স্বপ্ন। এই প্রকল্পের আওতায় একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্য ট্যাব দিয়ে থাকে রাজ্য সরকার।
এবার এই সরকারি প্রকল্পে ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে ধরা পড়েছে এক বিরাট অনিয়ম। তাই এই অনিয়ম রুখতেই আগামী বছর থেকে নতুন নিয়ম আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। ইতিমধ্যে এই ট্যাব সংক্রান্ত বিষয়ে মুখ্য সচিব মনোজ পন্থ নবান্নে একটি বৈঠক সেরেছেন।
জানা যাচ্ছে, আগামী বছর থেকেই এই প্রকল্পে অনিয়ম রুখতে আধার নম্বরের ব্যবহার বাধ্যতামূলক করা হতে পারে। সরকারি সূত্রে খবর এদিনের বৈঠকের পর শিক্ষা দপ্তরকে এই আধার নম্বর সংযুক্তিকরণের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।