ইন্ডিগো, ভারতের পছন্দের এয়ারলাইন, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে সংযোগ বাড়াতে তার শীতকালীন সময়সূচীতে নতুন ফ্লাইট এবং অপারেশন পুনরায় শুরু করার কথা ঘোষণা করেছে। আগরতলা-ডিব্রুগড়ের মধ্যে এক্সক্লুসিভ ত্রি-সাপ্তাহিক ফ্লাইট শুরু হবে ২৯ অক্টোবর, ২০২৪ থেকে। গুয়াহাটি-ডিমাপুরের মধ্যে নতুন ফ্লাইট (সরাসরি) চালু হবে ১০ ডিসেম্বর, ২০২৪ সালে।কলকাতা-ব্যাংকক রুটে কানেকশন বাড়বে। ফ্লাইট চালু হবে ২৪ নভেম্বর, ২০২৪ থেকে সপ্তাহে ৪ বার।
ইন্ডিগো-এর গ্লোবাল সেলস হেড শ্রী বিনয় মালহোত্রা বলেছেন, “আমাদের শীতকালীন সময়সূচীর অংশ হিসাবে এই একাধিক নতুন রুট ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই ফ্লাইটগুলি আঞ্চলিক সংযোগকে শক্তিশালী করবে, অর্থনৈতিক বৃদ্ধি, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়কে সহজ করে তুলবে।”
নতুন রুটগুলি পূর্ব এবং উত্তর-পূর্ব ভারত জুড়ে ভ্রমণার্থী ও ব্যাবসায়ীদের প্রচুর নতুন ফ্লাইটের বিকল্প অফার করবে। এই ফ্লাইটের প্রবর্তন এয়ারলাইনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সংযোগকে আরও শক্তিশালী করবে। https://www.goIndiGo.in-এ গিয়ে ফ্লাইট টিকিট বুক করা যাবে।