চিকিৎসকের মৃতদেহকে ঘিরে জল্পনা তুঙ্গে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় প্রকাশ্যে এসেছে হাসপাতালের ভেতর হওয়া একাধিক দুর্নীতির অভিযোগ। এবার সেই আরজি করেরই এক প্রাক্তনীর দেহ উদ্ধার ঘিরে জোর শোরগোল।

দীপ্র ভট্টাচার্য নামের এক চিকিৎসক ঝাড়গ্রাম হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট ছিলেন। আরজি করের প্রাক্তনী ছিলেন দীপ্র। হাসপাতালের অ্যানেস্থেসিস্ট ডাক্তারদের হোয়্যাটসঅ্যাপ গ্রুপে একটি লম্বা পোস্ট করেন। মেসেজে লিখেছিলেন, দেড় বছর তিনি আরজি কর হাসপাতালে ছিলেন। সেখানকার ডাক্তার-অধ্যাপকদের একাংশের বিরুদ্ধে হুমকি সংস্কৃতিতে মদত দেওয়ার অভিযোগ আনেন তিনি।

এদিন বেলায় দীপ্র যখন ওই মেসেজ পাঠান তা দেখে তাঁর সহকর্মীরা তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। তবে তাঁর ফোন সুইচ অফ পাওয়া যায়। এরপর সঙ্গে সঙ্গে দীপ্র যে হোটেলে থাকতেন, সেখানকার উদ্দেশে রওনা দেন তাঁরা। হোটেলের ঘরে দরজা ভেঙে উদ্ধার হয় ওই চিকিৎসকের মৃতদেহ।