কেন্দ্রের তরফে নতুন নিয়ম, বাড়ানো হয়েছে গমের পরিমান

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।

এবার এই রেশন ব্যবস্থা নিয়েই সামনে আসছে বড় খবর। রেশন কার্ডে চাল-গম দেওয়ার নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এবার থেকে সমপরিমাণ চাল এবং গম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট বলছে, এবার থেকে রেশন কার্ডধারীদের ২.৫ চাল এবং ২.৫ কেজি গম দেওয়া হবে।

অর্থাৎ চালের পরিমাণ ৫০০ গ্রাম কমানো হয়েছে ও গমের পরিমাণ সমপরিমাণ বৃদ্ধি করেছে সরকার। সম্প্রতি উত্তরপ্রদেশে এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে খবর। আগামী ৩১ ডিসেম্বর অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে যারা এই কাজ করবেন না, তাঁদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে।