বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর অক্টোবর মাসে পুজোর ঠিক পর পরই রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালু।
তারপর থেকে বহুবার জামিনের আবেদন করলেও সুরাহা হয়নি। দুর্গাপুজোর পর জেলের চার দেওয়ালের মধ্যেই এবার কালীপুজো কাটল বালুর। রাজ্যের অন্যান্য জেলের মতো প্রেসিডেন্সি জেলেও ঘটা করে কালীপুজো হয়। সেই পুজোয় বন্দিদের পাত পেড়ে খাওয়ানো হল খিচুড়ি প্রসাদ।
সকলে মিলে একসাথে বসে খিচুড়ি খাওয়া হল। সেখানেই অন্য কয়েকজনের সঙ্গে বন্দিদের খাবার পরিবেশন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু খিচুড়ি নয়, ছিল এলাহী মেনু। জেল সূত্রের খবর, কালীপুজোয় বন্দিদের পাতে পড়েছে খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম। আর শেষ পাতে চাটনি ও ঝুরো বোঁদে।