কড়া নির্দেশ সরকারের, দুর্নীতি ধরা পড়লে হবে জরিমানা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক সহ বহুজন।

এই আবহেই রেশন ব্যবস্থায় দুর্নীতি রুখতে তৎপর রাজ্য সরকার। সম্প্রতি খাদ্য ও সরবরাহ দফতরের তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, রেশনের স্টকে গরমিল থাকলেই এবার থেকে শাস্তির মুখে পড়বেন ডিলারড়া। জরিমানা করা হবে তাদের।

রেশন দোকান থেকে বরাদ্দের অতিরিক্ত যতটা চাল-গম উদ্ধার হবে তার তিনগুণ অর্থ জরিমানা হিসাবে দিতে হবে ডিলারদের। রেশন দোকানে সরকার কর্তৃক বরাদ্দ চাল, গমের হিসেব না মিললেই ডিলারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। হিসেবে কারচুপি হলে জরিমানা তো হবেই, এমনকি ডিলারদের লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে।