বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দুর্নীতির অভিযোগে আগেই বাংলার আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
সেই জটিলতা কাটেনি এখনও। তাই বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবার সিদ্ধান্ত নিয়েছেন নিজস্ব টাকায় এই প্রকল্প তিনি আবার চালু করবেন। উল্লেখ্য বাংলায় আবাস যোজনার উপভোক্তা তালিকা তৈরি ছিল আগেই।
সম্প্রতি সেই তালিকার ‘রি-চেক’ করার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরইমাঝে সম্প্রতি প্রশাসনিক সূত্রে এসেছে এক বড় আপডেট। জানা যাচ্ছে, এই তালিকা পুনরায় যাচাই করতে গিয়েই দেখা যায় আবাসের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ যাওয়ার ক্ষেত্রে অস্বাভাবিক হেরফের ঘটেছে।