জলপাইগুড়ি যোগমায়া কালী বাড়িতে সকাল থেকেই শুরু হয়ে গেছে ভক্তদের ভিড়

জলপাইগুড়ি সার্বজনীন যোগমায় কালী বাড়ির কালীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ৯৮ তম বর্ষে পদার্পণ করছে এই পুজো। আজ বৃহস্পতিবার মাকে নিরামিষ ভোগ নিবেদন করা হবে। লিখতে পুজো সকাল ন’টা থেকে শুরু হবে।

বাৎসরিক কালীপুজোর  পুজো আজ রাত নটা থেকে বাৎসরিক দীপান্বিতা কালীপুজো শুরু হবে।শুক্রবার দুপুরে মা কে আমিষ ভোগ নিবেদন করা হবে।

ভোগের মধ্যে মহাশোল মাছ দিয়ে আগামীকাল শুক্রবার মাকে ভোগ নিবেদন করা হবে বলে মন্দির সূত্রে জানা যায়।