সদ্য মাত্রই শেষ হয়েছে দুর্গাউৎসব, এবার পালা দীপাবলির। আসন্ন এই দীপাবলির উৎসবের আবহেই রাজ্যবাসীর জন্য সুখবর। বাংলার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভরসাযোগ্য, উন্নত মানের এবং পরিবেশ-বান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বোপরি রাজ্যে বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার উন্নতি ও দক্ষতা বৃদ্ধিতে ২৪১৩ লক্ষ ডলার ঋণ অনুমোদন করল এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (এডিবি)।
এর ফলে রাজ্য সরকারের উপরে বিদ্যুতের মাসুল বাড়ানোর জন্য চাপ তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিপুল পরিমাণ ঋণের জেরে রাজ্যের উপর বিদ্যুতের মাসুল বাড়ানোর জন্য চাপ আসতে পারে বলেই মনে করছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্তারা।
এডিবি তরফে জানানো হয়েছে, ২০২২ সালে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বণ্টনের সার্বিক উন্নয়নে প্রকল্প চালু করেছিল। সেই প্রকল্পের সুনির্দিষ্ট লক্ষ্য পূরণের স্বার্থেই এই ঋণ অনুমোদন করা হয়েছে। প্রকল্পে বছরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ১৩০-এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।