অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েকটি রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ফের দুর্যোগের পূর্বাভাস বঙ্গে। আজ থেকেই গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিরাট বদলের সম্ভাবনা।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘‌ডানা’‌। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যের ৬ জেলাকে সতর্ক করেছে নবান্ন। এই ছয় জেলার ওপর ঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হাই অ্যালার্ট জারি করেছে নবান্ন।

মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় উপর নিষেধাজ্ঞা জারি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার নাগাদ বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। যার জেরে শুক্রবার পর্যন্ত ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির জন্য সম্ভাবনা রয়েছে।