লক্ষ্মী পুজোতেও বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন, মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়িতে মঙ্গলবার সকাল ন’টা নাগাদ ভারী বৃষ্টি শুরু হয়েছে। ধুপগুড়িতে ভারী বৃষ্টি শুরু। শুরু লক্ষ্মী পুজোর বাজার চিন্তা বিক্রেতাদের৷ আকাশের মুখ ভার। বৃষ্টি শুরু। বৃষ্টির কারণে লক্ষ্মী পুজোর বাজার মাটি। সাধারণ ক্রেতা থেকে বিক্রেতারা আগামীকাল লক্ষ্মী পুজো।
আজ বাজার হওয়ার কথা কিন্তু বৃষ্টির জন্য সেই বাজারে অনেকটাই ভাটা। সাধারণত লক্ষ্মীপুজোর আগের দিন বাজার থাকে রমরমা। আর এদিন সকাল থেকে মেঘলা আকাশ। ফলে লক্ষ্মী পুজোর বাজার করতে আসা সাধারণ ক্রেতা ও বিক্রেতা বলেন এবার লক্ষীবাজার হয়তো তেমন ভালো হবে না।
কারণ সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টি পড়ছে। ফলে বাজার কি হবে তা বোঝা যাচ্ছে না। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ থেকে হঠাৎ বৃষ্টি নামে। আর বৃষ্টির ফলে বাজারে ক্রেতাদের দেখা নেই, বিক্রি অনেকটাই কম চিন্তা বিক্রেতাদের।