সদ্যই সমাপ্ত হয়েছে পুজোর পর্ব, এরইমাঝে খুশির খবর। রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার পোষিত স্কুলে কাজ করা প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি আইসিটি কম্পিউটার ইনস্ট্রাকটরের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। বেতন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সকলে।
বেতন বৃদ্ধির বিষয়ে ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোন্যাল কম্পিউটার ইনস্ট্রাকটর ওয়েলফেয়ার অ্যাসোশিয়েসনের রাজ্য সভাপতি মোদাব্বর গাজি জানান, আগে তারা মাসিক ১০ হাজার ৩০০ টাকা বেতন বাবদ পেতেন। তবে রাজ্য সরকারের পদক্ষেপে অনেকটাই বেড়েছে বেতন।
অভিজ্ঞতার ভিত্তিতে কারও ২১ হাজার আবার কারও বেতন হয়েছে ২৫ হাজার টাকারও বেশি। গত জুলাই মাসেই স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। অভিজ্ঞতার বৃদ্ধিতে ধাপে ধাপে ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হয়েছে। যার ফলে এক ধাক্কায় ৭ হাজার টাকা ভাতা বৃদ্ধি পেয়েছে এই সকল প্রশিক্ষকদের।