বাধা রইলো না অনশন আন্দোলনে, জানিয়ে দিল আদালত

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় একদিকে দুর্গাপুজো অন্যদিকে ডাক্তারদের অনশন। ধর্মতলায় রাস্তার অধিকাংশ জুড়ে অনশনে বসেছেন ডাক্তারেরা। যার ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে।

তারা যাত্রা রাস্তা ছেড়ে দিয়ে বা রাস্তার পাশে বসে এই আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী। তবে সেই বিষয়ে হস্তক্ষেপই করল না উচ্চ ন্যায়ালয়। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে এই মামলা উঠলে বিচারপতি জানান, যেহেতু এই সংক্রান্ত সমস্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।

তাই এই বিষয়ে এখনই কোনও হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। অর্থাৎ ধর্মতলায় যেভাবে জুনিয়র ডাক্তাররা আন্দোলন অনশন করছেন, সেভাবেই চালিয়ে যেতে পারবেন। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন ডাক্তাররা।