স্যামসাং ইন্ডিয়া তাদের ‘সলভ ফর টুমরো ২০২৪’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। স্যামসাংয়ের সিএসআর উদ্যোগের অংশ হিসেবে এই প্রতিযোগিতার লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ ভারতীয়দের ক্ষমতায়ন করা।
‘স্কুল ট্র্যাক’-এ বিশুদ্ধ পানীয় জল সরবরাহের প্রকল্পের জন্য কমিউনিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে অসমের ইকো টেক ইনোভেটর। তাদের দেওয়া হয়েছে ২৫ লক্ষ টাকার ‘সীড গ্র্যান্ট’। ‘ইয়ুথ ট্র্যাক’-এ কর্ণাটকের মেটাল তাদের আর্সেনিক অপসারণ প্রযুক্তির (আর্সেনিক রিমুভাল টেকনোলজি) জন্য এনভায়রনমেন্ট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে।
তারা আইআইটি-দিল্লিতে ইনকিউবেশনের জন্য ৫০ লক্ষ টাকা অনুদান (গ্র্যান্ট) অর্জন করেছে। শীর্ষস্থানের দশ চূড়ান্ত প্রতিযোগীদের সঙ্গে উভয় দলই বাস্তব-বিশ্বের সমস্যাগুলির (রিয়াল-ওয়ার্ল্ড প্রবলেমস) উদ্ভাবনী সমাধানের জন্য অতিরিক্ত পুরস্কার এবং স্বীকৃতি পেয়েছে।