বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই পুজোর আগেই সুখবর!
রোজভ্যালিতে প্রতারিতদের অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া শুরু হল। প্রথম দফায় ৭৩৪৬ জন আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো হয়েছে। অ্যাসেট ডিসপোজাল কমিটি জানাচ্ছে, ২৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল। স্ক্রুটিনির পর সেখান থেকে বহু আবেদনপত্র বাদ দেওয়া হয়।
শেষমেশ ৭৩৪৬ জন আমানতকারীর অ্যাকাউন্টে ১০,২০০ টাকা করে পাঠানো হয়। প্রথম দফায় প্রতারিতদের হাতে টাকা তুলে দেওয়ার জন্য ইডির তরফ থেকে অ্যাসেট ডিসপোজাল কমিটিকে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। সেখান থেকেই টাকা ফেরত দেওয়া শুরু হয়।