দুর্গাপূজার ঠিক আগে নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালো খুদে এক মেধাবী ছাত্রী। যদিও তার এহনো কাজে প্রশংসায় পঞ্চমুখ পরিবার সহ এলাকাবাসীরা। জলপাইগুড়ি সেন্ট এন্টনি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী জানহবি ঘোষ ছোটবেলা থেকেই কারিগরি বিদ্যা এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করতে ভালোবাসে সে এবার নিজের হাতে তৈরি করেছে মৃন্ময়ী দুর্গা। শিউলি পলাশ শিশিরে ভেজা দূর্বার মনমাতানো গন্ধে আর শরৎ হাওয়া যখন উঁকি মারে জানালা দিয়ে ঠিক তখনই মেয়ের হাতের তৈরি মৃন্ময়ী মাতৃ রূপ দেখে হৃদয়ের মাঝে আগমনীর সুর বাজে ওই খুদে পড়ুয়ার পিতা জয়জিৎ ঘোষ ও মাতা মিতালী দেবীর।
জলপাইগুড়ি সেবা গ্রামের বাসিন্দ জাহ্নবী ঘোষ বলে সে ছোটবেলা থেকেই এইরূপ দেবদেবীর মূর্তি তৈরি করছে এবং তার তৈরি করতে ভীষণ ভালো লাগে। আগামী দিনের সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়।। জাহ্নবীর বাবা জয়জিৎ ঘোষ বলেন তার মেয়ের এইরূপ প্রতিভা দেখে তিনি ভীষণ উদ্দীবিত এবং উজ্জীবিত।
মা মিতালী ঘোষ বলেন পড়াশোনার পাশাপাশি মেয়ের প্রতিভাকেও সম্মান জানাই। জাহ্নবীর ঠাকুর দা অরিজিত ঘোষ এবং ঠাকুরমা সুপ্রভাত ঘোষ রাও ভীষণ খুশি। নাতনির মধ্যে লুকিয়ে থাকা অলৌকিক প্রতিভা দেখে।