বাড়ানো হলো বেতন

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। কয়েকটা দিন বাকি।

অক্টোবরের শুরু থেকেই টানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। তবে এরই মাঝে ফের সুখবর। কারণ উৎসবের মরসুমে এক ধাক্কায় তাদের বেতন বাড়ল অনেকটাই। তবে সকলের বেতন বৃদ্ধি পায়নি। সরকারি কর্মীদের একাংশের বেতন বৃদ্ধি করেছে রাজ্য।

সরকার তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কণ্যাশ্রী এবং রূপশ্রীর অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন না, সেই রকম কিছু কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। কণ্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট, ডেটা ম্যানেজার, এবং অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজার, রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের বেতন বাড়ছে।