ছবি বন্ধের নির্দেশ আদালতের তরফে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় বহু প্রতীক্ষার পর বিকেল ৪.১৫ নাগাদ সুপ্রিম কোর্টে শুরু হয় আর জি কর মামলার শুনানি। এদিন নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করেন আইনজীবী বৃন্দা গ্রোভার।

যেভাবে এখনও সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবি, ভিডিও ঘুরছে সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আইনজীবী গ্রোভার। পাশাপাশি উঠে আসে আর জি কর নিয়ে বানানো শর্টফিল্মের প্রসঙ্গও। প্রসঙ্গত, আরজি কর নিয়ে একটি শর্টফিল্ম বানানো হয়েছে। ছবি এখনও মুক্তি পায়নি তবে এদিন নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে আইনজীবী বৃন্দা গ্রোভারের ওই ছবিটি বন্ধ করার নির্দেশ যাতে দেওয়া হয় সেই আর্জি জানান।

আইনজীবী বলেন, ‘তবে এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, মামলা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই অবস্থায় কিভাবে ছবি প্রকাশ করা হচ্ছে?’ তিনি জানান, ওই ছবিটি বন্ধের নির্দেশ দিতে হলে আলাদা শুনানির প্রয়োজন রয়েছে।