সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্য জুড়ে। এরই মাঝে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা।
এবার জানা যাচ্ছে, তদন্তে নেমে বিরাট তথ্য হাতে পেয়েছে সিবিআই। টালা থানার সিসিটিভ ক্যামেরা থেকে ফুটেজ হাতে পেয়েছেন গোয়েন্দারা। একইসঙ্গে সন্দীপ এবং অভিজিতের মোবাইলের ফরেন্সিক রিপোর্টও হাতে এসেছে।
শিয়ালদহ আদালতে সন্দীপ, অভিজিৎকে হেফাজতে নিতে চেয়ে আবেদন করেছে সিবিআই। মোবাইল ফোনের ডেটা সংগ্রহ করার পর সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এমন বেশ কিছু তথ্য হাতে এসেছে যা প্রকাশ্যে আসলে তদন্তপ্রক্রিয়ায় চাঞ্চল্যকর মোড় আসবে। ভারতীয় ন্যায় সংহিতা বলছে, ধৃতদের ১৫ দিন নিজেদের হেফাজতে রাখতে পারে সিবিআই।