বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। হাতে মাত্র গোনা কয়েকটা দিন।
এরই মাঝে এ বার দুয়ারে উপহার কর্মসূচি নিয়ে হাজির তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীত-গ্রীষ্ম-বর্ষা গোটা বছরই নিজের এলাকার মানুষের জন্য হাজির থাকেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক। পুজোর সময়ও তার ব্যতিক্রম নয়।
প্রতিবারের মতো এবারেও পুজোর আগেই এলাকাবাসীর কাছে উপহার স্বরূপ নতুন বস্ত্র পৌঁছে দিতে উদ্যোগী অভিষেক। তবে এবার দলের স্থানীয় নেতাদের মারফত ডায়মন্ডহারবার এলাকার সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে উপহার পৌঁছে দিয়ে আসা হয়। ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।