শুরু হবে নিয়োগ প্রক্রিয়া, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিরাট সুখবর।

দীর্ঘ ৮ বছরের আইনি জট কাটিয়ে অগস্ট মাসে উচ্চ প্রাথমিকে ১৪,০৫২ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাল্টা এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হলে আপাতত উচ্চ আদালতের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর ১৪০০০ শূন্যপদে নিয়োগে আর কোনো বাধা থাকল না।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা উঠলে নির্দেশ, এখনই হাই কোর্টের নির্দেশে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। উচ্চ প্রাথমিকে হাইকোর্টের নিয়োগের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাদের করা মামলাতেই এদিন এই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।