সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আর্থিক দুর্নীতির মামলার পর চিকিৎসক ধর্ষণ, খুনের ঘটনাতেও গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার এই সন্দীপকে নিয়েই সামনে এল বড় খবর!
সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। মেডিক্যাল কাউন্সিলের ব্যাখ্যা, দু’টি কারণেই কোনও ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল করা যায়। প্রথমত, কোনও চিকিৎসক যদি কোনও অপরাধমূলক কাজের চক্রান্ত অথবা তাতে সরাসরি যুক্ত থাকার অপরাধে আদালতে দোষী সাব্যস্ত হন।
দ্বিতীয়ত, কোনও অপরাধমূলক কাজে নাম জড়ানোয় জনসমাজে যদি কোনও চিকিৎসকের বদনাম হয়। তবে উল্লিখিত দু’টি ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ না করে তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা নিয়মবিরুদ্ধ। জানা যাচ্ছে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্য মেডিক্যাল কাউন্সিল আলোচনায় বসেছিলেন।