সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় বিচারের দাবিতে নেমেছেন রাজ্যের সকল শ্রেণীর মানুষ। এই আবহেই একের পর এক পুজো ক্লাব মমতা সরকারের দেওয়া অনুদান প্রত্যাখান করেছে।
এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, যে সব পুজো কমিটি অনুদান নেবেন না তাদের বদলে নতুন ক্লাবকে সেই অনুদান ফেরানোর ব্যবস্থা করা হবে। আগামীকাল থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
মমতা বলেন, ‘এ বার এক্সট্রা কিছু রিকোয়েস্ট আমাদের কাছে এসেছে। সবটা হয়তো দিতে পারব না। ৪৫০ কোটি খরচ হয় ক্লাবগুলিকে দেওয়া জন্য।’ এদিকে গত সপ্তাহেই দুর্গাপুজোর অনুদান নিয়ে নয়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটির জন্য ৮৫ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার।