সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার অভিযোগে রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। সম্প্রতি সুপ্রিম কোর্টও নিহত চিকিৎসকের নাম, ছবি কোনও জায়গায় ব্যবহার না করার নির্দেশ দিয়েছে।
তবে শীর্ষ আদালতের এই নির্দেশ অমান্য করার অভিযোগ উঠল। পুরুলিয়া সদর থানায় পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডুর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন বিজেপি সভাপতি বিবেক রাঙা।
জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে কুলচা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযোগ, পুঞ্চা কৃষক বাজারের সামনে একটি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার সময় নির্যাতিতার নাম ব্যবহার করা হয়, ছড়িয়ে পড়ে ভিডিও। এরপর রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।