দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। ছোট হোক বা বড়, নিজের বাড়ি থাকুক এটা কমবেশি প্রত্যেকেই চান। একদিকে হু হু করে বাড়ছে জমির দাম, অন্যদিকে বাড়ি তৈরির ধাক্কা।
এক ধাক্কায় বাড়ি তৈরির খরচ অর্ধেক করে দিল কেএমসি! বাড়ি তৈরির জন্য কেএমসির তরফ থেকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা স্যাংশন হিসেবে নেওয়া হয়। এবার সেই খরচ এক ধাক্কায় অনেকটা কমে গেল। এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, যারা রেসিডেন্সিয়াল বাড়ি বানাচ্ছেন শুধুমাত্র তাঁরাই স্যাংশনের ক্ষেত্রে এই ছাড় পাবেন।
কেউ কমার্শিয়াল বাড়ি তৈরি করলে কিন্তু এই ছাড় মিলবে না। জানা যাচ্ছে, ২-৩ কাঠা জমির ওপর বাড়ি তৈরি করতে আগে স্যাংশন বাবদ ২ লক্ষ ২০ হাজার টাকা খরচ করতে হতো। এখন সেই খরচ কমে দাঁড়াল ১ লক্ষ ২০ হাজার টাকা।