বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই সিভিক ভলেন্টিয়ারদের পুজো বোনাস এক ধাক্কায় ১৩ শতাংশ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এবার ফের কপাল খুলল, অবসরকালীন সুবিধাও অনেকটা বাড়িয়ে দিল রাজ্য।
সিভিকদের টার্মিনাল বেনিফিট তথা অবসরকালীন সুবিধা হিসাবে ৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। উল্লেখ্য, এতদিন পর্যন্ত ৩ লক্ষ টাকা করে পেতেন সিভিকরা। নবান্ন তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, সিভিকদের অবসরকালীন সুবিধা বৃদ্ধি করা হল।
কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনের সমস্ত সিভিক ভলান্টিয়ার এই সুবিধা পাবেন। পাশাপাশি এর আওতায় আসবেন ভিলেজ পুলিশরাও। সবমিলিয়ে এক লাফে ৪০ শতাংশ বাড়ানো সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন সুবিধা।