সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় হত্যাকারীদের দ্রুত কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি রাজ্যের মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবী জানানো হচ্ছে বারবার।
এই অবস্থায় রাজ্যের সমস্ত আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর কথা জানালেন নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। তাঁরা জানিয়েছেন তাঁদের মেয়ের অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে আন্দোলনরত পড়ুয়ারা যেখানেই তাঁদের ডাকবেন তাঁরা সেখানেই আন্দোলনে যোগ দেবেন।
আরজিকরের নির্যাতিতা চিকিৎসকের মা জানিয়েছেন নিজের মেয়েকে হারালেও এখন ডাক্তারি পড়ুয়াদের তিনি তাঁর নিজের সন্তানের মতই মনে করেন। নির্যাতিতার বাবা বলেছেন, প্রয়োজনে তিনি নিজে গিয়েও আন্দোলনের যোগ দেবেন। তবে যেখানে তাঁকে নিরপেক্ষভাবে ডাকা হবে সেখানেই তিনি আন্দোলনে গিয়ে যোগ দেবেন।