বিগত বেশ কিচুদিন ধরে চলছিল চর্চা, অবশেষে মিলল নির্দেশ। চিন্তার দিন শেষ, এবার এক ধাক্কায় পাঁচ গুণ কমানো হল জরিমানার অঙ্ক। এমনই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য পরিবহণ দফতরের তরফ থেকে ইতিমধ্যেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
যাদের দু’চাকা কিংবা চার চাকা গাড়ি রয়েছে তাঁরা জানেন গাড়ির দূষণ সম্বন্ধিত শংসাপত্র না থাকলে পরিবহণ দফতরকে মোটা টাকার জরিমানা দিতে হয়। জানা যাচ্ছে, এর জন্য ১০,০০০ টাকা দেওয়ার কথা বলা হলেও এবার সরকারের তরফ থেকে তা মাত্র ২০০০ টাকায় নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের তরফ থেকে জারি করা এই বিজ্ঞপ্তি দেখে অনেকেই ভীষণ খুশি হয়েছেন। সেই সঙ্গেই জানা যাচ্ছে, রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বেসরকারি পরিবহণ সংগঠনগুলির বৈঠকের পর এই বিষয়ে আরও তীব্র ইঙ্গিত পাওয়া গিয়েছে।