সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় নয়া মোড়! এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তা থেকে আটক করল সিবিআই। আগেই তাঁকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি।
তবে সেই ডাকে সাড়া দেননি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এবার রাস্তা থেকে তাঁকে পাকড়াও করলেন গোয়েন্দারা। কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হলেও তাতে হাজিরা দেননি সন্দীপ। উল্টে সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পুলিশি রক্ষাকবচের আবেদন জানান। তবে তাতে কোনও সুরাহা হয়নি। বরং উচ্চ আদালত তাঁকে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার কথা বলেন।
এবার তাঁকে মাঝরাস্তা থেকে আটক করল সিবিআই। সিজিও কমপ্লেক্সে নিয়ে এসেছে সিবিআই। সেখানে রয়েছেন চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। সেখানে দু’জনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে।