শিলিগুড়ি:- জলপাইমোড়ে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাঁধার মুখে পড়ল শিলিগুড়ি পুরনিগম।বুধবার পুরনিগম জলপাইমোড়ে হাইড্রেনের উপরে থাকা দোকানগুলি ভাঙতে যায়। এরপরই জলপাইমোড় ব্যবসায়ী সমিতির তরফে উচ্ছেদ অভিযান আটকে দেওয়া হয়।
ব্যবসায়ীদের দাবি আগে আলোচনায় বসা হোক। তারপর পুর্নবাসনের ব্যবস্থা করে দোকান ভাঙা হোক।এদিন পুরনিগমের জেসিবি ও গাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়। পোস্টার হাতে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা।
বিক্ষোভের জেরে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হয় পুরনিগমের কর্মীদের।অন্যদিকে বিক্ষোভ চলাকালীন জলপাইমোড় দিয়ে যাচ্ছিলেন মেয়র। আধিকারিকদের রাস্তা ও ড্রেন দখল করে থাকা দোকান উঠিয়ে দিতে বলেন।