বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বর্তমানে জেলবন্দি।
গরু পাচার মামলায় নাম জড়িয়েছে তাঁর। এর মাঝেই এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল কেষ্ট-ঘনিষ্ঠ একজনের। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে এমনটাই। জানা যাচ্ছে, গরু পাচারের সিবিআই এবং ইডি মামলায় জেল হেফাজতে থাকা কেষ্ট ঘনিষ্ঠ বলে পরিচিত ওই ব্যক্তিকে বেশ কয়েকবার দিল্লিতে ডেকে জেরা করা হয়েছে।
ওই ব্যক্তির বেশ কয়েকটি বেসরকারি ডিএলএড, বিএড, নার্সিং, মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। সম্প্রতি আবার ভিন রাজ্যে একটি মেডিক্যাল কলেজ খুলেছেন তিনি। এমনকি তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ ছিলেন বলেও প্রমাণ পাওয়া যায়।