বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজো উপলক্ষে সরকারের তরফে অনুদান দেওয়া হয়। ইতিমধ্যে তাদের আনন্দ-উৎসাহ ডবল করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া অনুদান।
এবার রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটির জন্য এক লাফে ১৫০০০ টাকা অনুদান বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। আগের বার ৭০,০০০ টাকা করে অনুদানের ঘোষণা করা হয়েছিল। এবার অনুদান বেড়েছে হয়েছে ৮৫০০০।
২০২৫-এ পুজোর অনুদান ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মোটা অনুদানের পাশাপাশি পাশাপাশি ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুব সহ বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা রাজ্যের তরফে।