পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর এয়ার ইন্ডিয়া কতৃপক্ষের তরফে। যাত্রীদের জন্য মেগা উপহার দিতে চলেছে এয়ার ইন্ডিয়া এখন থেকে যাত্রাপথ হতে চলেছে আরও মসৃণ ও খুব সহজেই আর কম সময়ে পৌঁছানো যাবে আন্দামানে। এই প্রথম রাতে বিমান নামাল আন্দামানের পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে। বিমানবন্দরে অবতরণ করল ৬৮ জন যাত্রী।
এই উদ্যোগের মাধ্যমে আন্দামানের সাথে বিমান পথে যোগাযোগে উন্নতি ঘটল। এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে আন্দামান ও নিকোবর কমান্ডের তরফে। বলা হয়েছে, এই বিমানটি কলকাতা বিমানবন্দর থেকে ছাড়ে ৫.৪০ মিনিট নাগাদ। সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে সেটি অবতরণ করে পোর্ট ব্লেয়ারে। তারপর বিমানটি এগিয়ে যায় বীর সাভারকার ইন্টারন্যাশানাল টার্মিনালের দিকে।
এই বিমান পরিষেবার ফলে ব্যাপকভাবে উপকৃত হবেন পর্যটকেরা। এই নাইট ল্যান্ডিং বিমানের হাত ধরে পর্যটন ব্যবসারও নতুন দিক উন্মোচিত হবে। নাইট বিমানে চেপে পুজোর কয়েকটা দিন পরিবার বা বন্ধুদের সাথে কাটিয়ে আসতে পারেন নীল সমুদ্রের ধার থেকে।