বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি মামলার শুনানির কারণে নগর দায়রা আদালতে নিয়ে আসা হয় তৃণমূল কংগ্রেসের এই বহিষ্কৃত নেতাকে। সেখানেই কুণাল ঘোষ সম্বন্ধে এক বিস্ফোরক দাবি করেন তিনি। লোকসভা নির্বাচনের আবহে সংবাদের শিরোনামে রয়েছে কুণাল-তৃণমূল ‘সংঘাত’।
তৃণমূলের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হয়েছে কুণালকে। এরপর তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হয় তাঁর নাম। আবার তাঁর শূন্যপদে আইপ্যাকের এক শীর্ষকর্তাকে বসানোর ‘আর্জি’ জানিয়ে কার্যত তৃণমূলকে বিঁধেছেন তিনি। এই আবহে কুণালকে আক্রমণ করলেন পার্থ।