“পশ্চিমবঙ্গে নোট ছাড়া কোন কাজ হয় না।রাজ্যের মানুষ জানে এরাজ্যে কত দূর্নীতি হয়। শুধু শিক্ষায় দূর্নীতি নয়। প্রত্যেকটা কাজে নোট লাগে। রাজ্যের প্রতিটা মন্ত্রী ও বিভাগ দূর্নীতির সঙ্গে জড়িত রয়েছে। এরাজ্যে যেভাবে দূর্নীতির কালো টাকা উদ্ধার হয়, দেশে আর কোন রাজ্যে পাওয়া যায় না।” সোমবারই এসএসসি নিয়োগ দূর্নীতি নিয়ে ২৫ হাজার প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।আর মঙ্গলবার আদালতের রায় ও রাজ্যের দূর্নীতি নিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কিরেন রিজিজু। এদিন দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে প্রচারে আসেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।