ভারতের অধিনায়ক রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে, কোচ রাহুল দ্রাবিড় এবং প্রধান নির্বাচক অজিত আগরকর আইপিএলের মাঝেই বৈঠক করেছেন বলে শোনা যাচ্ছিল। সেই বৈঠকে নাকি বিরাট কোহলিও ছিলেন বলে দাবি করা হয়েছিল। তবে এক সাক্ষাৎকারে রোহিত নিজে গোটা বিষয়টিই ভুয়ো বলে জানিয়েছেন। তাঁর দাবি, এ রকম কোনও বৈঠকই হয়নি। মাইকেল ভন এবং অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেছেন, “কারও দেখা হয়নি আমার সঙ্গে। অজিত আগরকর দুবাইয়ের কোথায় রয়েছে শুনেছি। সেখানে গল্ফ খেলছে। রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে বসে নিজের ছেলেদের খেলা দেখছে। সত্যি বলছি, আমার সঙ্গে কেউ দেখা করেনি।”
রোহিত শর্মা সতর্ক করে দিয়েছেন, সঠিক সূত্র যদি না থাকে সেই খবরে বিশ্বাস না করতে। তাঁর কথায়, “এখনকার আধুনিক সময়ে যদি আমার বা রাহুল বা অজিতের মুখ থেকে না শোনেন, অথবা বোর্ডের কেউ যদি ক্যামেরার সামনে না বলেন, তা হলে কোনও কথাই বিশ্বাস করা উচিত নয়। সেগুলো সবই ভুয়ো।”
বিভিন্ন সূত্রের দাবি, কোহলি সেই বৈঠকে জানতে চেয়েছিলেন, তাঁর ভূমিকা ঠিক কী বিশ্বকাপে? জানিয়ে দেওয়া হলে এখন থেকেই সে রকম প্রস্তুতি নিতে পারবেন বলে আশ্বাসও দিয়েছিলেন। পাশাপাশি হার্দিকের ভবিষ্যৎ নিয়ে নাকি কথা হয়েছিল। হার্দিককে ব্যাট করার পাশাপাশি নিয়মিত বলও করতে হবে বিশ্বকাপের দলে জায়গা পেতে হলে। তবেই বিশ্বকাপের দলে হার্দিক সুযোগ পেতে পারবেন বলে বৈঠক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছিল।