বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বর্তমানে ইডি হেফাতে রয়েছেন সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান। ইডি জেরায় শাহজাহান জানিয়েছেন, সন্দেশখালিতে তিনিই শেষ কথা। স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদ, কে কোন পদে দাঁড়াবেন, কে নির্বাচিত হবেন, সব তার হাতে।
ইডির আইনজীবী আদালতে জানান, জেরায় শাহজাহান জানিয়েছেন, সন্দেশখালিতে তিনিই সব। পঞ্চায়েত থেকে লোকসভা পর্যন্ত কে প্রার্থী হবেন, কে ভোটে জিতবেন এই সব বিষয়েই সিদ্ধান্ত নিতেন তিনি। একেবারে তৃণমূল স্তর থেকে উচ্চ পর্যায়েও তার হাত ছিল।
এমনকি তৃণমূলের হেভিওয়েট নেতারাও স্থানীয় বিষয়ে তার কথাতেই চলতেন বলে দাবি করেন শাহজাহান। এরই মধ্যে আবার জানা গিয়েছে, কুন্তলদের কায়দাতেই হেফাজতে থাকাকালীন ইডির বিরুদ্ধে চিঠি লিখেছেন তিনি। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ এনে চিঠি লিখেছেন সন্দেশখালির ‘বাদশা’।