আজীবন কৃতজ্ঞ রবি বোপারা , ভোলেননি আইপিএলের রঙিন সময়

দেখতে দেখতে ১৭ বছরে পা দিল আইপিএল। বিগত ১৬ বছর ধরে অসংখ্য় মুহূর্তের জন্ম দিয়েছে এই টুর্নামেন্ট। এমন বহু ক্রিকেটার রয়েছেন, যাঁরা একসময়ে ক্রোড়পতি লিগ মাতিয়েছেন, তাঁরা আজ অবসরে। পাঞ্জাব কিংসের হয়ে ২০০৯ ও ২০১০ মাতিয়ে ছিলেন প্রাক্তন ইংরেজ অলরাউন্ডার রবি বোপারা। রবি দুই মরসুমে ১৫ ম্য়াচে ৩৮৬ রান করেছিলেন। পাঁচ উইকেটও তুলে নেন। সম্প্রতি রবি আইপিএলের স্মৃতিচারণা করেছেন ফ্য়ানকোডের আইপিএল শো ‘দ্য় সুপার ওভার’ অনুষ্ঠানে। প্রাক্তন ফ্র্যাঞ্চাইজির মালকিন ও বলি সুন্দরী প্রীতি জিন্টাকে রবি আজও ভুলতে পারেননি। মজার ব্য়াপার হচ্ছে রবির মনে রয়েছে প্রীতির থেকে পাওয়া আত্মার সুখের কথা।

রবি বলেন, ‘আইপিএলের শুরুর দিনের কথা আজও ভুলতে পারিনি। জেতা ও নিজের সর্বোচ্চ স্কোর ছাড়াও ভুলিনি প্রীতি জিন্টার কথা। প্রীতির হাতে বানানো পরোটা আমার জন্য়। প্রীতি জিজ্ঞাসা করেছিলেন আমাকে যে, আমি ব্রেকফাস্টে কী খেতে চাই, প্রীতিকে বলেছিলাম যে আলু পরোটা খাব! খুব আনন্দের সঙ্গেই তিনি বানিয়ে দিয়েছিলেন। যার জন্য় আজীবন আমি ওঁর কাছে কৃতজ্ঞ।’

এই পরোটা বানানোর প্রসঙ্গে গতবছর প্রীতি বলেছিলেন, ‘ওই প্রথমবার আমি উপলব্ধি করেছিলাম যে, ছেলেরা কত খেতে পারে! আমরা তখন দক্ষিণ আফ্রিকায় ছিলাম। ওখানে ওদের মোটেই ভালো পরোটা দেওয়া হয়নি। তারপর আমি খেলোয়াড়দের বলি, আমি পরোটা করা শেখাব তোমাদের। এটা শুনে ছেলেরা বলে, আমাকেই নাকি পরোটা বানাতে হবে। আমি ওদের বলেছিলাম, পরের ম্যাচ জিততে পারলে আমি আলু পরোটা নিজে হাতে বানিয়ে খাওয়াব। পরের ম্যাচ আমরা জিতে যাই। এরপর ১২০টি আলু পরোটা বানাতে হয়েছিল আমাকে। তারপর আমি আর পরোটা বানাইনি।’ এই কথা শুনে হরভজন সিং বলেছিলেন যে, ‘ইরফান একাই ২০টি আলু পরোটা খেয়ে নেবে।’ প্রীতির পরোটা এখন আইপিএলের সঙ্গে জুড়ে গিয়েছে।