লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে বড় চমক, হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শীঘ্রই তিনি ইস্তফা দেবেন।
এই বিষয়ে বিচারপতি বলেন, ‘যদি কোনো রাজনৈতিক দলে আমি যোগ দি তাহলে তারা বলবেন আমি প্রার্থী হব কী না। গণতান্ত্রিক নির্বাচনে আমি যেতেও পারি। অনেক রাজনৈতিক দল আছে। বাম, কংগ্রেস, বিজেপি আছে। ছোট ছোট দলও আছে। তবে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই।’
এর পর ‘বৃহত্তর ক্ষেত্রে’ নির্দিষ্টভাবে রাজনৈতিক ক্ষেত্রেই তিনি যেতে চলেছেন বলেও মন্তব্য করেছেন জাস্টিস গাঙ্গুলি। বিচারপতির জবাব, ‘‘বর্তমান শাসকদলের অনেকে আমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে যে আহ্বান জানিয়েছেন তারা, সেই আহ্বানেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’