চাকরির প্রতারনা মামলায় আপাতত স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার মামলায় স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এর ফলে দুমাসের জন্য স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাস্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।
২০১৯ সালে দিনহাটা থানায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ ছিল নিশীথের বিরুদ্ধে। ভারতীয় দন্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় নিশীথ প্রামানিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। যদিও আজ পর্যন্ত পুলিশ এই মামলার চার্জশিট দিতে পারেনি।বুধবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এই মামলার স্থগিতাদেশ দেয়।
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি বিভাসরঞ্জন দে স্থগিতাদেশ জারি করেছেন। এই মামলা থেকে নিশীথ প্রামানিককে রেহাই দিতে আবেদন জানানো হলে বিচাপতি নিশীথের বিরুদ্ধে ওঠা মামলায় ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করেছেন।এর ফলে লোকসভা নির্বাচনের আগে আপাতত স্বস্তি পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক।