লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আজ ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য বাজেট। এই আবহে বিজেপির পরিষদীয় দল সূত্রের খবর, বিধানসভায় রাজ্য বাজেটে গেরুয়া বিধায়কদের কী ভূমিকা হবে তা নিয়ে বিধানসভায় বৈঠক করবেন শুভেন্দুরা।
সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। রাজ্য বিধানসভার অধিবেশনে বিজেপির অন্যতম প্রধান বক্তা শুভেন্দু অধিকারী একাধিকবার বিভিন্ন ইস্যুতে চেপে ধরেন সরকার পক্ষকে। এই সময়েই আবার বিধানসভায় বিজেপি বিধায়কদের কি ভূমিকা হবে তা নিয়ে বিধানসভায় বৈঠকে বসবে বিজেপি।
শুভেন্দু বলেন, “রণনীতি ঠিক করতে আমরা মঙ্গলবার আলোচনায় বসছি।” পাশাপাশি সরকারপক্ষ যে ভাষায় কথা বলবে আমরা সেই ভাষাতেই আলোচনা হবে বলেও সাফ জানিয়েছেন শুভেন্দু।