বড় সুখবর পশ্চিমবঙ্গ সরকারের তরফে। ছাত্র ছাত্রীদের সুবিধের তরফে কথা মাথায় রেখে এবার রাজ্যের স্কুলগুলি নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার। প্রত্যেকটি সরকারি স্কুলে বসানো হবে হাই স্পিড ইন্টারনেট। ইতিমধ্যে একটি ওয়ার্ক অর্ডার জারি করা হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে।
পশ্চিমবঙ্গের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলেই উচ্চগতির ইন্টারনেট পরিষেবা বসাতে উদ্যোগী হয়েছে ওয়েবেল। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে রাজ্যের স্কুলগুলিতে ঠিকমতো ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় না। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক এলাকার স্কুলগুলিতে এই সমস্যা আরও প্রবল।
স্লো ইন্টারনেট স্পিডের জন্য সমস্যায় পড়তে হয় স্কুলগুলিকে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ওয়েবেলকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত স্কুলে ইন্টারনেট বসানোর কাজ আগামী দু মাসের মধ্যে শেষ করতে। জানা যাচ্ছে ৩৯ মাসের জন্য থাকবে এই ইন্টারনেট কানেকশনগুলো।