তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই ঘোষণাগুলো করা। এবার ঘোষণা ২১৯ কোটি টাকা খরচ করে কলকাতার নিউ টাউনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আদলে তৈরি করা হবে ভার্টিকাল সিটি।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ভার্টিকাল সিটি তৈরি করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হল। এই ভার্টিকাল সিটি তৈরি হবে ইকোপার্কের বিপরীতে নিউটাউনের ‘সেন্টাল বিজনেস ডিস্ট্রিক্ট’-এ। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে ‘হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন’ বা হিডকোর বৈঠক অনুষ্ঠিত হয়।
৩৮ তলার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করা হবে। এই বাণিজ্য কেন্দ্র ২০২৮ সালের মধ্যে তৈরি হয়ে যাবে। এই বাণিজ্য কেন্দ্র তৈরি হলে পাল্টে যাবে কলকাতার চিত্র। এই ভবন আগামী দিনের বাণিজ্যিক হাব হতে চলেছে। এর ফলে রাজ্যে নতুন নতুন শিল্প আসবে। পুরো প্রকল্পের খরচ ধরা হয়েছে ২১৯ কোটি টাকা।