করোনাকাল থেকেই বন্ধ উত্তর দিনাজপুর জেলার শিশু শ্রমিকদের পঠন পাঠনের স্কুল। আর এর জেরে বিপাকে পড়েছেন শিশু শ্রমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। উত্তর দিনাজপুর জেলায় মোট ৩৯ টি স্কুল রয়েছে, প্রত্যেকটি স্কুলে চারজন শিক্ষক শিক্ষিকা ও একজন ভোকেশনাল ট্রেনার রয়েছে। মোট পাঁচজনের দায়িত্বে এই বিদ্যালয়গুলি চলে বিভিন্ন এলাকায়। শ্রমিকদের পঠন-পাঠন করানো হতো ন্যাশনাল স্পেশাল চিল্ড্রেন প্রজেক্ট এর মাধ্যমে। করোনা আবহে লকডাউনের সময় থেকেই এই স্কুলগুলি বন্ধ হয়ে যায়। বারবার জেলা শাসককে জানানোর পরেও জেলা শাসক কোনো উদ্যোগ নেয়নি স্কুলগুলি চালু করার। আজ সেই চাকরিহারা প্রায় ১৭০ জন শিক্ষক-শিক্ষিকা জেলা শাসকের দ্বারস্থ হন এবং জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন তারা।