তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প অন্যতম। তবে এবার রাজ্যের চিকিৎসা খাতে কীভাবে কাজ হচ্ছে তার উপর নজরদারি রাখতে নয়া পদক্ষেপ স্বাস্থ্যদফতরের।
এবার থেকে রাজ্যের বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রোগী দেখা নিয়ে জারি হয়েছে নয়া রুল। চিকিৎসকরা অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রোগী দেখতে পারবেননা।
রাজ্যের এই নয়া নিয়মবিধি না মানলেই স্বাস্থ্যসাথী থেকে নাম কাটা পড়বে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারের। স্বাস্থ্য দফতরের কড়া নিয়ম, রাজ্যের সব চিকিৎসককে স্বাস্থ্যসাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এবার থেকে প্রতিটি চিকিৎসককেই জানাতে হবে যে তিনি কোন হাসপাতালের সঙ্গে যুক্ত।