বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ারের পলাশবাড়ি হাটে সোনার দোকানে চুরির চেষ্টা রুখলেন পুলিশ কর্মীরা। পুলিশ জানিয়েছেন, মাঝরাতে সোনার দোকানে কোন কর্মীরা ছিলোনা। আর সেই সুযোগে দুষ্কৃতীরা দোকানে ঢুকে গেটের তালা ভাঙতে শুরু করে। আর সেই আওয়াজ পেয়েই সেখানে ছুটে আসে পুলিশ কর্মীরা। তাঁরা পুলিশকে আসতে দেখে সেখান থেকে পালিয়ে যায়।
জানা গেছে, দুষ্কৃতীরা সংখ্যায় প্রায় তিন থেকে চারজন ছিল। পুলিশের এই কাজে সকলেই তাঁদের প্রশংসা করছেন। তবে ব্যবসায়ীরা স্থানীয় পুলিস ক্যাম্পে আরও পুলিস কর্মী বাড়ানোর দাবিও তুলছেন। এছাড়া রুরাল গার্ড গঠনের উপরেও আরও বেশি করে জোর দেওয়া হয়েছে।
এছাড়াও এদিন সকালে পুলিশ ক্যাম্পের পাশ থেকে নোংরা আবর্জনা সরানোর ও বাজারে আর বেশি আলোর বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকে বসেন। অন্যদিকে এদিনের দুষ্কৃতী হানার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।