সিবিআইয়ের আইনজীবী জানান নিয়োগ দুর্নীতি মামলায় যতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সকলের সঙ্গে যোগসূত্র রয়েছে শান্তিপ্রসাদ সিনহার। আসলে তিনি এই সকল দুর্নীতির মাস্টার মাইন্ড। এমনটাই দাবী করলেন সিবিআইয়ের আইনজীবী। অন্যদিকে অভিযুক্ত এজেন্ট প্রসন্ন রায়কে নিয়োগ দু্র্নীতি মামলায় জামিন করলেন সুপ্রিম কোর্ট। ফলে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন চেয়ে দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও।
প্রসঙ্গত, একজনের জামিনের পর যেন সকল অভিযুক্তদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। তাই তো একের পর এক অভিযুক্ত জামিনের জন্য সুপ্রিম কোর্টের দারহস্ত হচ্ছেন। বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা, জীবনকৃষ্ণ ও সুবীরেশ ভট্টাচার্য-সহ বাকি অভিযুক্তদেরও শুনানি ছিল।তবে এদিন জীবনকৃষ্ণকে আদালতে তোলার সময় তিনি বলেন, সত্যের জয় হচ্ছে। এক এক করে সকলেই জামিন পেতে চলেছে।
সুপ্রিম কোর্টের বিচারক অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করেছেন এবং ৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত দিয়েছেন। অপরদিকে ধৃত সুব্রত সামন্ত রায় নিয়োগ দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছেন। সিবিআইের আধিকারকরা এদিন তাঁকে এই মামলা সঙ্গে আদালতে যোগ দিতে আবেদন করেছেন।