বৃহস্পতিবার আদালতে আসলেও পা ফুলে থাকার কারনে সিঁড়িতে চড়ে শুনানি কক্ষে পৌঁছোতে পারেননি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর আইনজীবী সে কথা বিচারককে জানালে, তিনি জানান কোর্টের লকআপ চত্বর থেকে ভার্চুয়ালের মাধ্যমে হাজির করানো হোক তাঁকে। ফলে আদালতে বসে সেখান থেকেই ভার্চুয়ালের মাধ্যমে শুনানিতে যোগ দিয়েছেন পার্থ।
সিবিআই আদালতে এর আগেও পার্থ অসুস্থতার কথা জানিয়ে জেলে সব সময়ের জন্য একটি সহায়ক চেয়েছিলেন। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখে চিকিৎসকেরা জানিয়েছেন, সব সময়ের জন্য তাঁর কোন সহায়কের প্রয়োজন নেই। তবে আপাতত এখন প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ।
সম্প্রতি দিল্লি থেকে এক প্রাক্তন আইনজীবী এসেছিলেন পার্থের হয়ে সওয়াল করতে। তবে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই পার্থ চট্টোপাধ্যায় হাইকোর্টে মামলা করেন যে, তিনি কোন দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তাই তাই তাঁকে জামিন দেওয়া হোক।